হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতেও চ্যাপেল-হ্যাডলি ট্রফি

এত দিন দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দ্বিপক্ষীয় ওয়ানডে লড়াই ছিল চ্যাপেল-হ্যাডলি ট্রফির জন্য। এখন থেকে দুই দেশের টি-টোয়েন্টি লড়াইয়ে বিজয়ীরাও পাবেন চ্যাপেল-হ্যাডলি ট্রফি জয়ের স্বীকৃতি। আজ রাত থেকে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তা শুরু হবে। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি সংস্করণে শুরু হতে যাচ্ছে প্রথম চ্যাপেল-হ্যাডলি ট্রফির লড়াই। 

দুই দেশের দুই কিংবদন্তি ইয়ান চ্যাপেল ও স্যার রিচার্ড হ্যাডলির সম্মানার্থে ২০০৪ সালে প্রবর্তন করা হয় চ্যাপেল-হ্যাডলি ট্রফি। এই ট্রফির আওতায় এবার নিয়ে আসা হলো দুই প্রতিবেশীর টি-টোয়েন্টি সিরিজও। 

একই সফরে যখন ওয়ানডে এবং টি-টোয়েন্টি থাকবে, তখন কী দুটি সিরিজের জন্য দেওয়া হবে দুটি ট্রফি? না, ট্রফি একটিই দেওয়া হবে। সে ক্ষেত্রে চালু করা হবে একটি ‘পয়েন্ট সিস্টেম’। এই পয়েন্ট সিস্টেম কীভাবে কাজ করবে, তার বিস্তারিত অবশ্য এখনো জানায়নি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। 

অস্ট্রেলিয়ার চলতি নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি আজ রাতে, ওয়েলিংটনে। পরের দুটি টি-টোয়েন্টি ২৩ ও ২৫ ফেব্রুয়ারি। একই ভেন্যু অকল্যান্ডে হবে ম্যাচ দুটি।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু