আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা করেছেন সেঞ্চুরি। ব্যাটারদের মতো ছড়ি ঘুরিয়েছেন ভারতের বোলাররাও। ব্যাটিং-বোলিংয়ে ছড়ি ঘোড়ানো ভারত ম্যাচটি জিতেছে ইনিংস ও ১৪০ রানে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। তবে এই ম্যাচের ফল আসতে তিন দিনও লাগেনি। সব মিলিয়ে এই ম্যাচে খেলা হয়েছে ২১৭ ওভার ২ বল। পড়েছে ২৫ উইকেট। ১৪০ রানে জিতে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করার পর ভারত আর ব্যাটিংয়ে নামেনি। স্বাগতিকদের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২৮৬ রানে পিছিয়ে থাকা উইন্ডিজ ৪৬ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট হারাচ্ছিল, তাতে মধ্যাহ্নভোজের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে আলিক আথানাজ ও জাস্টিন গ্রিভস ষষ্ঠ উইকেটে ৮৭ বলে ৪৬ রানের জুটি গড়ে শুধু ম্যাচটা একটু দীর্ঘায়িত করেছেন।
৩৬তম ওভারের দ্বিতীয় বলে আলিক আথানাজকে কট এন্ড বোল্ডের ফাঁদে ফেলে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এই জুটি ভাঙতে মুহূর্তেই ৮ উইকেটে ৯৮ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। ফের সফরকারীদের ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে নবম ও দশম উইকেটে দুটি করে ২৪ রানের জুটি হয়েছে। যার মধ্যে নবম উইকেটে ইয়োহান লেইনের সঙ্গে জুটি বাঁধেন খ্যারি পিয়েরে। এরপর জেইডেন সিলস ও পিয়েরে দশম উইকেটে গড়েন ২৪ রানের জুটি। পিয়েরে একপ্রান্তে ১৩ রানে অপরাজিত থাকেন। ৪৬তম ওভারের প্রথম বলে সিলসকে কট এন্ড বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪৬.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গেছেন। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করে আথানাজে। ভারতের রবীন্দ্র জাদেজা ১৩ ওভারে ৫৪ রানে নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৩ উইকেট। কুলদীপ ও ওয়াশিংটন নিয়েছেন ২ ও ১ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রিভস। সিরাজ প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ৩, ২ ও ১ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা, কুলদীপ ও ওয়াশিংটন। ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। ইনিংস সর্বোচ্চ ১২৫ রান করেন ধ্রুব জুরেল। রাহুল করেছেন ১০০ রান। জাদেজা ১০৪ রান করে অপরাজিত থাকেন। সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর শুরু হবে দিল্লিতে।