হারারে থেকে চট্টগ্রাম, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে তামিম ইকবাল—হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি। হঠাৎ করেই এসেছে অবসরের ঘোষণা। তবে তামিমদের এমনভাবে বিদায় চান না নাজমুল হাসান পাপন।
২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ—এ দুটি মেজর টুর্নামেন্ট শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আর চট্টগ্রামে চলছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম হঠাৎই গতকাল দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন। তামিমের অবসরের সিদ্ধান্তে তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরুর আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, আনফিট অবস্থায়ও তিনি খেলবেন। তাঁর (তামিম) এই কথা স্বাভাবিকভাবে নিতে পারেননি পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এরপর গত পরশু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলেন তামিম। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে ২১ বলে ১৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।