হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না লঙ্কান রহস্য স্পিনার তিকসানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদদের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না শ্রীলঙ্কার রহস্য স্পিনার মহেশ তিকসানা। লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাক্ষে তিকসানার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম ম্যাচ না খেললেও মূল পর্বের বাকি ম্যাচ অবশ্য খেলবেন বলে আশা করছে লঙ্কান ম্যানেজমেন্ট। 

নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল প্রথম পর্বের শেষ ম্যাচে বল করার সময় চোট পান তিকসানা। মাত্র এক ওভার বোলিং করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে ওই এক ওভারেই তিন রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। 

 নামিবিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও তিকসানার শিকার ৩ উইকেট। প্রথম পর্বের ৩ ম্যাচে ৪৫ রান দিয়ে নিয়েছেন আট উইকেট। লঙ্কানদের সহজে সুপার টুয়েলভে তুলতে বড় ভূমিকা রেখেছেন ২১ বছর বয়সী এই স্পিনার। গত সেপ্টেম্বরেই কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় তিকসানার। 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজের বোলিং দিয়ে সবার নজরে এসেছেন এই অফ ব্রেক বোলার। দুই দিকে বল ঘোরানো এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রুও এনে দিতে পারেন তিকসানা।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ