হোম > খেলা > ক্রিকেট

এবার মোস্তাফিজের জন্য তামিমের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে গতকাল প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান মোস্তাফিজ রহমান। অস্বস্তিতে ভোগায় প্রথম ওভারের পাঁচ বল করার পর মাঠ ছাড়েন। পরে আর মাঠেই নামতে পারেননি। আজ দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ‘ফিফটি–ফিফটি।’

এই সফরের শুরু থেকে হাঁটুর চোটে পড়া তামিমের জন্য অপেক্ষা করেছে বাংলাদেশ। এবার তামিমের অপেক্ষা মোস্তাফিজের জন্য। বাঁহাতি পেসারকে পেতে বাংলাদেশ দল শেষ পর্যন্ত অপেক্ষা করবে। ম্যাচ শুরুর আগ পর্যন্ত হাতে এখনো কিছু সময় বাকি আছে। এ কারণে আরও অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্র জানিয়েছে, আজ অনুশীলনেও থাকছেন মোস্তাফিজ।

মোস্তাফিজের চোট নিয়ে ম্যাচ পূর্ববর্তী অনলাইন সংবাদ সম্মেলনে আজ তামিম বলেছেন, ‘মোস্তাফিজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার খেলার সম্ভাবনা ৫০–৫০। ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করব।’

হারারের স্পোর্টস ক্লাব মাঠে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ওয়ানডে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা