কদিন আগেই ঘোষণা দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার। বিরাট কোহলি গতকাল রোববার রাতে ঘোষণা দিয়েছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্বে তিনি থাকছেন না।। বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি।
ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘আজ (রোববার) বিকেলে দলের সঙ্গে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে সবাইকে জানাতে চাই, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মৌসুম। আজ (রোববার) বিকেলেই দল পরিচালন কমিটির সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।”
কোহলি আরও যোগ করেছেন, ‘কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছি। এতে যেন অনেক বছর আমার ওপরে চেপে থাকা দায়িত্বের ভার কিছুটা কমে। নিজেকে সতেজ রাখতে, মানসিকভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
অধিনায়কত্ব ছাড়লেও বেঙ্গালুরু ছাড়ার চিন্তা নেই কোহলির। বলেছেন, ‘আইপিএলে আমার শেষ পর্যন্ত নিজেকে আরসিবির একজন শুধুই খেলোয়াড় হিসেবেই দেখতে চাই। আমাকে সমর্থন ও আমার ওপর আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ।’
২০০৮ সালে আইপিএল খেলা শুরু করা কোহলি ক্যারিয়ারের শুরু থেকেই বেঙ্গালুরুতে আছেন। অধিনায়কত্ব করছেন ২০১৩ থেকে। ১৩২ ম্যাচে জিতেছেন ৬২, হেরেছেন ৬৬ ম্যাচে। অধিনায়ক এমনকি খেলোয়াড় হিসেবেও এখনো কোহলির আইপিএল জেতা হয়নি।