হোম > খেলা > ক্রিকেট

ভারত ম্যাচে বাংলাদেশের এলোমেলো পরিকল্পনায় অবাক তামিম 

বাংলাদেশ-ভারত ম্যাচের আগেই এখন ছড়িয়ে পড়ে উত্তেজনার রেণু। আইসিসি ইভেন্টে দুই প্রতিবেশীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন অসংখ্য ভক্ত-সমর্থক। তবে অ্যান্টিগায় বাংলাদেশ গতকাল হেরেছে ৫০ রানে। হারের চেয়েও ম্যাচে বাংলাদেশের খেলার ধরন ও পরিকল্পনা দেখে ভাষা হারিয়ে ফেলেছেন তামিম ইকবাল। 

টস জিতে গতকাল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতকে অল্প রানে আটকাতেই মূলত এমন পরিকল্পনা ছিল বলে টসের সময় জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই কি না বাংলাদেশ খেলতে নামল এক পেসার কম নিয়ে। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে খেলেন জাকের আলী অনিক। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সেখানে ব্যাটিং গভীরতা বাড়াতেই নেওয়া হয়েছে জাকেরকে। 

তাসকিনের পারফরম্যান্স এবারের বিশ্বকাপে দুর্দান্ত নয়। আবার একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। এক বোলার কম খেলানোর খেসারত যে বাংলাদেশকে দিতে হয়েছে, সেটা স্পষ্ট ম্যাচের ফলে। দুই স্পিনার সাকিব আল হাসান ও রিশাদ হোসেন রান বিলিয়েছেন মুক্ত হস্তে। ভারত যে ১৯৬ রান করেছে, সেখানে সাকিব-রিশাদ দুই স্পিনারের মিলিত ৬ ওভার থেকে এসেছে ৮০ রান। তানজিম হাসান সাকিব রান চাপানোর পাশাপাশি নিয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট। আরেক পেসার মোস্তাফিজুর রহমান বেধড়ক পিটুনি খেয়েছেন। বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে ক্রিকইনফোর এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘বেশ অবাক হয়েছি যে তাসকিন কেন খেলেনি। দুই স্পিনারই রান দিয়েছে। ভারত মাঝে কিছুটা চাপে পড়ে যায়, যখন টানা দুই উইকেট নেয় তানজিম সাকিব। তাসকিন থাকলে ভারতকে আরও চেপে ধরতে পারত বাংলাদেশ। কেন তারা (বাংলাদেশ) তাসকিনকে খেলাল না, তাতে খুবই হতাশ হয়েছি।’ 

চোট কিংবা অন্য কোনো কারণে যদি তাসকিনকে বাদ দেওয়া হয়, তবু সুযোগ ছিল বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলার। মোস্তাফিজ-তানজিম সাকিবের সঙ্গে খেলতে পারতেন শরীফুল ইসলাম। যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বাঁহাতি পেসারের বিরুদ্ধে আউট হওয়া সাম্প্রতিককালে পরিচিত দৃশ্য। এমনকি মোস্তাফিজকে আনা হয়েছে রোহিত আউট হওয়ার পর। ভারতীয় অধিনায়ক আউট হয়েছেন ১১ বলে ২৩ রান করে। বাংলাদেশের এমন বোলিং পরিকল্পনা নিয়ে তামিম বলেন, ‘সবাই বলছে যে বাঁহাতি পেসারের বিরুদ্ধে রোহিত দুর্বল। এটা নিয়ে সবাই কথা বলছে। বাঁহাতি পেসার দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের কাছে। ১৯৬ রান হয়তো ভারত করেছে। তবে রোহিতের শুরুটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকেই ভারতের মোমেন্টাম এসে গেছে।’

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত