হোম > খেলা > ক্রিকেট

ভারতে পাকিস্তানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কম দেখছেন ওয়াসিম

২০২৩ এশিয়া কাপ ও বিশ্বকাপ ইস্যুতে উত্তপ্ত আলোচনার শুরু গত বছরই। ভারত, পাকিস্তান কেউ কারো দেশে গিয়ে খেলতে রাজি হচ্ছে না মোটেই। ভারতের মাঠে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে সন্দিহান আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান নিজেও।

এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে শুরু হওয়ার কথা ১৬তম এশিয়া কাপ। কিন্তু গত বছরের অক্টোবরে এক বক্তব্যকে ঘিরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এর পরই মুখোমুখি দুই দেশের ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পরপরই ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে না খেলার হুমকিও দেয় পাকিস্তান। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা কম দেখছেন আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম। স্থানীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবির সাবেক প্রধান নির্বাহী বলেন, ‘আমার মনে হয় না পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলবে। আমি মনে করি, তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা ভারতের এশিয়া কাপের ম্যাচগুলো হবে।’

ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে সৃষ্ট জটিলতায় এশিয়া কাপের ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। আয়োজক স্বত্ব পাকিস্তানের থাকায় ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হওয়া নিয়ে চলছে আলোচনা। একইভাবে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে পারে বলে আলোচনা চলছে। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা