প্রথম সেশনের শেষ আর দ্বিতীয় সেশনের শুরুটা ছিল বাংলাদেশের। প্রথম সেশনে নাঈম হাসানের জোড়া আঘাতের পর দ্বিতীয় সেশনের শুরুতে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তবে এতেও লঙ্কানদের ইনিংসে বাধ দিতে পারেনি বাংলাদেশের বোলাররা। বিশ্ব ফার্নান্দোকে নিয়ে দ্বিতীয় সেশন কাটিয়ে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে লঙ্কানদের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩৭৫। ১৭৮ রান করে উইকেটে আছেন ম্যাথুস এবং অন্য প্রান্তে থাকা বিশ্ব ফার্নান্দো অপরাজিত আছেন ১৭ রানে। প্রথম সেশন শেষে বাংলাদেশ যে ইঙ্গিত দিতে চেয়েছিল, দ্বিতীয় সেশনের শুরুতে তারই দেখা মিলল। শুরুতেই বল করতে এসে রমেশ মেন্ডিস (১) ও লাথিস এম্বুলদেনিয়াকে ফেরান সাকিব।
দারুণ শুরু আভাস দিয়েও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নতুন ব্যাটার বিশ্বকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ম্যাথুস। তাদের জুটিতে দ্বিতীয় সেশনে দুই উইকেটে আরও ৪৮ রান তোলে লঙ্কানরা। অবশ্য ১৬ রানে থাকা বিশ্বকে ফেরানোর একটি সহজ সুযোগ নষ্ট হয় মিড অনে থাকা মুশফিকুর রহিমের ক্যাচ মিসে।