হোম > খেলা > ক্রিকেট

আইসিইউ থেকে ফিরে কেয়ার্নস এখন ভালো আছেন

সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত কেয়ার্নস সিডনির একটি হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী অ্যারন লয়েড।

এক বিবৃতিতে লয়েড জানিয়েছেন, কেয়ার্নস এখন শঙ্কামুক্ত। তিনি বলেছেন, ‘আমি খুবই স্বস্তির সঙ্গে জানাচ্ছি, ক্রিস এখন আর লাইফ সাপোর্টে নেই। হাসপাতাল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগও করেছেন। পরিবারের সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ক্রিসের সেরে ওঠার এই সময়টাতেও তাদের সমর্থন চেয়েছেন।’ 

কেয়ার্নস এ মাসের শুরুর দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হলে ক্যানবেরার একটি হাসপাতালে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর তিনি আইসিইউতে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয় কেয়ার্নসকে।  সেখানে দুই দফা অস্ত্রোপচারের পর এখন ভালো আছেন সাবেক এই কিউই তারকা। 

নব্বইয়ের দশকে অলরাউন্ডার হিসেবে আলো ছড়িয়েছিলেন কেয়ার্নস। ১৭ বছরের ক্যারিয়ারে কিউইদের জার্সিতে ৬২ টেস্টে ৫ সেঞ্চুরিতে করেছেন ৩৩২০ রান। অন্যদিকে ২১৫ ওয়ানডেতে ৪ সেঞ্চুরিতে করেছেন ৪৯৫০ রান। ক্যারিয়ারের শেষ দিকে দুইটি টি-টোয়েন্টিও খেলেছেন কেয়ার্নস। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা