হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের হেসেখেলে জয়ের ম্যাচের কিছু মুহূর্ত 

পাকিস্তান, নেদারল্যান্ডস-হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ দুই দলের কাছে ম্যাচের উপলক্ষ্য ছিল দুই রকম। ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ডাচরা। অন্যদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের মাঠে এই প্রথম খেলতে এসেছে পাকিস্তান। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে হেসেখেলে জিতেছে পাকিস্তান। চলুন তাহলে দেখে নেওয়া যাক পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের কিছু মুহূর্ত। 

৭ বছর পর ভারতে খেলতে গেছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গ্যালারি থেকে দারুণ সমর্থন পেয়েছে বাবর আজমের দল। ছবি: এএফপি

১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। জাতীয় সঙ্গীতের সময় ডাচ ক্রিকেট দল। ছবি: এএফপি 

প্রথম ১০ ওভারের মধ্যেই ভেঙে যায় পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম-তিনজনের কেউই করতে পারেননি ২০ রান। ইমামের উইকেট নেওয়ার পর নেদারল্যান্ডস দলের উল্লাস। ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। ছবি: এএফপি
দ্রুত ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ঘুরে দাড়ায় সৌদ শাকিল (বায়ে) ও মোহাম্মদ রিজওয়ানের (ডানে) ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। অন্যদিকে বোলিং করতে গিয়ে পিছলে পড়েছেন নেদারল্যান্ডস পেসার পল ফন মিকেরেন। ছবি: এএফপি 
৫২ রানের ইনিংস খেলার পথে নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিং। উইকেটের পেছনে হা করে তাকিয়ে দেখছেন মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি 
নেদারল্যান্ডসের একের পর এক উইকেট যাওয়ার মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন বাস ডি লিড। ৬৭ রান করা ডি লিড বোল্ড হওয়ার পরই ম্যাচ অনেকটা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ছবি: এএফপি

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজ সংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন