আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে মোহাম্মদ আমিরের। ২০২০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার সময় বাঁহাতি পেসার জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।
পরে আমির প্রকাশ্য জানিয়েছিলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বিদায় নিলে জাতীয় দলে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি। এই তিনজনের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুর পরিবর্তন হলেও তাঁর আর ফেরা হয়নি।
তবে এ বছর বিপিএলে খেলার সময় আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। তাঁর আগ্রহের কারণে পরে যোগাযোগ করেছিলেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ। এবার তাঁর ফেরার বিষয়ে যোগাযোগ করেছেন বর্তমান প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজও। তবে বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলে হতাশার গল্পই শোনালেন হাফিজ।
পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭ ম্যাচে আমিরের ক্যারিয়ার থেমেছে। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। ২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাঁকে।