হোম > খেলা > ক্রিকেট

তামিম রান করলে সব সহজ হয়ে যায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোটের কারণে ১১ মাস বাংলাদেশের টেস্ট দলের বাইরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাঁ হাতি এই ব্যাটার। তামিমের দলে ফেরাটা বাংলাদেশের জন্যও স্বস্তি বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শনিবার ডারবানে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। 

গত বছরের জুলাইতে জিম্বাবুয়ে সফরে হাঁটুর চোটে ছিটকে পড়েন তামিম। এরপর তিন টেস্ট সিরিজে খেলা হয়নি এই ব্যাটারের। অবশ্য গত জানুয়ারির মাঝামাঝি থেকে সাদা বলে নিয়মিত খেলছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ক্রিকেটেও ফেরার অপেক্ষা আছেন এই ব্যাটার। 

তামিমের ফেরাটা দলের জন্য স্বস্তি জানিয়ে সুজন বলেছেন, ‘এমন অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় দলে থাকা সব সময়ই ভালো। তামিম রান করলে আমাদের জন্য সহজ (ম্যাচ) হয়ে যায়। আমি আশা করি তামিম তার অভিজ্ঞতা কাজে লাগাবে।’ 

টেস্ট দলে থাকাদের মধ্য তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা ভালো। আগের তিন সফরের দুই সফরেই ছিলেন তারা। এটাকে ভালো সুযোগ মনে করেন সুজন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অন্যদের চেয়ে মুশফিক-তামিমেরই বেশি। কন্ডিশন স্বাগতিকদের পরিচিত। সহজ কিছু হবে না আমরা জানি। টেস্ট সিরিজ অনেক কঠিন হবে। তারপরও আমরা মোকাবিলা করতে প্রস্তুত।’ 

সুজন আরও বলেন, ‘আগে আমরা ভালো ছিলাম না, এখন তো আমরা ভালো দল। আমাদের সেই বোলিং অ্যাটাক আছে, ব্যাটাররা আছে। এই কন্ডিশনে ভালো করতে পারি সেই বিশ্বাসটা থাকতে হবে। কন্ডিশন বাংলাদেশ থেকে খুব ভিন্ন এমন না, গরম আছে। উইকেট কেমন হবে বলতে পারছি না এখনও। বিগত বছরগুলোতে এই উইকেটে তেমন পেস ছিল না। তবে আমাদের বিপক্ষে ওরা বাউন্স আর পেস দিতেও পারে। আমরা এটা মোকাবেলা করতে প্রস্তুত। যেটা আমাদের জন্য সমস্যা, এটা ওদের জন্যও সমস্যা। কারণ, আমাদেরও এখন ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন বোলার আছে। তাই উইকেট নিয়ে আমি একদমই চিন্তিত না। আমাদের প্রক্রিয়া ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে প্রক্রিয়া, পরিকল্পনা ভালো ছিল বলেই সিরিজ জিতেছি। এটা টেস্টেও দেখতে চাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক