হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজের কাছে হেরেও অনেক কিছু শিখেছে ভারত 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। প্রথম দুই ম্যাচ হারের পর পরের দুই ম্যাচে দাপটের সঙ্গে জেতে ভারত। তবে গতকাল সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে একদম পাত্তা পায়নি ভারত। 

ফ্লোরিডার লডারহিলে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে ভারত। সূর্যকুমার যাদবের ৬১ রান ছাড়া বলার মতো তেমন কোনো ইনিংস ছিল না তাদের ইনিংসে। আর রান তাড়া করতে নেমে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ব্র্যান্ডন কিং। 

পান্ডিয়ার মতে এক সিরিজ হারলেও অনেক কিছু শেখা যায়। তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার-যাদের এই সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, তাদের বেশ প্রশংসা করেছেন পান্ডিয়া। ১৭৩ রান করে সিরিজে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভার্মা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘এক সিরিজে তেমন কিছু আসে যায় না। এখনো অনেক লম্বা পথ বাকি। মাঝেমধ্যে হারাটাও ভালো। তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর সবারই প্রশংসা করতে হবে। তারা দৃঢ়তা দেখিয়েছে। হারা-জেতা প্রক্রিয়ারই একটা অংশ। আর আমরা সেখান থেকে শিখছি।’ 

রোহিত শর্মার নেতৃত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ। এরপর থেকে হার্দিকের নেতৃত্বে ভারত ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে। যেখানে এবারই ভার্মা, জয়সওয়ালের বয়স ২০ ও ২১ বছর আর মুকেশের বয়স ২৯ বছর। জয়সওয়াল সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শুভমান গিলের সঙ্গে ১৬৫ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন জয়সওয়াল। ৫১ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন জয়সওয়াল। তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দিয়ে খুশি পান্ডিয়া বলেন, ‘তাদের অনেক সাহস রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা খুবই দরকার। যেসব তরুণ ক্রিকেটার এসেছে, তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। এজন্য তাদের স্যালুট। অধিনায়ক হিসেবে আমার কাছে এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা