হোম > খেলা > ক্রিকেট

বিধ্বস্ত ভারতকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভারতীয় নারী ক্রিকেট দলের মোটেও ভালো যায়নি। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। উপরন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল হারমানপ্রীত কৌরের ভারত।

ভারতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে এই শাস্তি বলে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায় এই শাস্তি দিয়েছে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই শাস্তি দিয়েছেন। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত দোষ স্বীকার করে নেওয়াতে শুনানির প্রয়োজন হয়নি।

৮ ডিসেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় নারী ক্রিকেট দল হেরেছে ১২২ রানে। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ক্লেইরি পোসাক ও ডোনোভান কোচ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন জ্যাকুলিন উইলিয়ামস ও চতুর্থ আম্পায়ার ছিলেন ডেভিড টেলর। এই চার আম্পায়ার স্লো ওভার রেটের অভিযোগ আনেন ভারতের বিরুদ্ধে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে ভারতকে। এই আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হবে।

ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারমানপ্রীতের দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। ৫ ও ৮ ডিসেম্বর প্রথম দুই ওয়ানডে হয়েছিল ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে হয়েছে পার্থের ওয়াকা গ্রাউন্ডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক