হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ের ভুলই ডুবিয়েছে বাংলাদেশকে

আজকের পত্রিকা ডেস্ক­

ব্যাটিংয়ের ভুলই বাংলাদেশকে ডুবিয়েছে বললেন মিরাজ। ছবি: ফাইল ছবি

প্রথম ওয়ানডেতে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে না পারার হতাশা ঝরেছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই হতাশা নিজেদের ব্যাটিং ব্যর্থতায়। শুরুতেই উইকেটে ধস, মাঝের ওভারগুলোতে পরিকল্পনামতো খেলতে না পারা, আর বড় কোনো জুটি না হওয়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আরও বড় হার দেখল বাংলাদেশ।

ম্যাচ শেষে দলের ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার বাংলাদেশ অধিনায়ক মিরাজ বললেন, ‘আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ে আমাদের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে।’

দ্রুত ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারও ঢাল হতে পারেনি। ব্যতিক্রম শুধু মাহমুদউল্লাহ (৬২) ছিলেন। শেষ দিকে তানজিম হাসান সাকিবও (৪৫) খেলেছেন কার্যকর এক ইনিংস। তাতে স্কোরটা পেরোয় দুই শ। মিরাজ বললেন, ‘এই স্কোর জয়ের জন্য যথেষ্ট ছিল না, ‘আমাদের স্কোর যথেষ্ট ছিল না; ৩০০ প্লাস রান প্রয়োজন ছিল।’

দাপট দেখিয়েছেন ক্যারিবীয় পেসাররা। জেডেন সিলস নিয়েছেন ৪ উইকেট। উইন্ডিজ বোলিং আক্রমণের প্রশংসা করলেন মিরাজও, ‘সিলস ও তার বোলিং ইউনিট অসাধারণ বোলিং করেছে।’ বোলিংয়ে রানা প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্রথম ১০ ওভারে দারুণ বোলিং হয়েছে, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা অসাধারণ বল করেছেন।’ তবে এই উইকেটে ২২৭ রানে নির্ভর করা কঠিন মনে করেন মিরাজ।

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের