হোম > খেলা > ক্রিকেট

ভারত সিরিজ শেষ হয়ে গেল হাসারাঙ্গারও 

ভারত সিরিজে চোটে আক্রান্ত হচ্ছেন শ্রীলঙ্কার একের পর এক ক্রিকেটার। তাতে সীমিত ওভারের সিরিজটিই শেষ হয়ে যাচ্ছে ক্রিকেটারদের। সেই তালিকায় এবার যোগ দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) গত রাতে এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে এসএলসি বলেছে, ‘সে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন প্রথম ওয়ানডেতে তাঁর দশম ওভারের শেষ বল করার সময়। এমআরআই স্ক্যান করে চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’ হাসারাঙ্গার পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন জেফরি ভ্যান্ডারসে। 

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ছিটকে গেছেন শ্রীলঙ্কার দুই পেসার দিলশান মাদুশঙ্ক ও মাথিসা পাতিরানা। কাঁধের চোটে পড়ায় বাদ পড়েছেন পাতিরানা। লঙ্কান পেসার চোট পেয়েছিলেন টি-টোয়েন্টি সিরিজেই। মাদুশঙ্ক ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে। এর আগে দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা আগেই ছিটকে গেছেন ভারত সিরিজ থেকে। অসুস্থতার কারণে সিরিজ শেষ চামিরার। তুষারা তাঁর বাহাতের আঙ্গুলের তর্জনীতে চোট পাওয়ায় ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। 

টাই দিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কা-ভারত ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসায় পরশু ২৩১ রানের লক্ষ্যে নেমে ভারত জয়ের একেবারে দ্বারপ্রান্তে ছিল সিরিজের প্রথম ওয়ানডেতে। ১৫ বল হাতে রেখে ২ উইকেট নিয়ে ভারতের দরকার ছিল ১ রান। সেই সময় শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চারিথ আসালাঙ্কা টানা দুই বলে ২ উইকেট নিয়ে অবিশ্বাস্যভাবে বাঁচিয়েছেন। আসালাঙ্কা, হাসারাঙ্গা দুই জনই ৩টি করে উইকেট নিয়েছেন। কলম্বোতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ভারত। 

 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ