হোম > খেলা > ক্রিকেট

মালদ্বীপ নারী দলের কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপ নারী জাতীয় দলে কোচ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। আজ মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও ফাতেমা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় মালদ্বীপ ক্রিকেট বোর্ড জানিয়েছেন, ‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।’ 

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা। নারীদের ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন তিনি। কোচিং পেশায় তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির লেভেল-২ সম্পূর্ণ করেছেন। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার ২০১১ সাল থেকে নারীদের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। কোচিংয়ের পাশাপাশি আম্পায়ারিংয়েও করেছেন তিনি। 

 ২০৩০ সালের মধ্যে মালদ্বীপ নারী ক্রিকেট দলের চেহারা বদলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশটির ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যের প্রথম ধাপে ফাতেমাকে নিজেদের সঙ্গে যুক্ত করল তারা। 

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়া মালদ্বীপের মেয়েরা ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যদিও এখন পর্যন্ত কোনো ম্যাচেই জিততে পারেনি তারা। তবে বাংলাদেশের এই কোচের কোচিং সহায়তায় দলটির সাফল্যের পাল্লা ভারী হবে বলে বিশ্বাস মালদ্বীপ ক্রিকেট বোর্ডের। 

ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাও ঠিকভাবে চালিয়ে গেছেন ফাতেমা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন। 

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড