হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের বিশ্বকাপে প্রাইজমানি তিন গুণ বেড়ে প্রায় ১০০ কোটি

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থপুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই ইভেন্টে সেই অর্থপুরস্কারের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন গুণের চেয়েও তা বেশি। 

আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৯৫ কোটি ৯ লাখ টাকা। তাতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন এক মাইলফলক অর্জন করতে যাচ্ছে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ছেলেদের সমান প্রাইজমানি পাচ্ছেন নারী ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ছিল ২৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় অঙ্কটা ২৯ কোটি ২৭ লাখ। 

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ২৮ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় সেটা প্রায় ১৪ কোটি)। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি টাকা। চ্যাম্পিয়ন, রানার্সআপ দুই ক্ষেত্রেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি বেড়েছে ১৩৪ শতাংশ। গত বিশ্বকাপে রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ৫ লাখ ডলার (৬ কোটি টাকা)।  
 
এবারের ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলই পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭ লাখ টাকা। সবশেষ বিশ্বকাপের তুলনায় সেটা তিন গুণেরও বেশি। গত বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দল দুটি পেয়েছিল ২ লাখ ১০ হাজার ডলার করে (বাংলাদেশি ২ কোটি ৫১ লাখ টাকা)। 

গ্রুপ পর্বে বাদ পড়া ছয় দলের জন্যও রয়েছে মোটা অঙ্কের টাকা অর্থপুরস্কার। পঞ্চম থেকে অষ্টম এই চার স্থানে থাকা দলের প্রত্যেকে পাচ্ছে ২ লাখ ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ কোটি ২৩ লাখ টাকা। ৯ ও ১০ নম্বরে থাকা দল দুটি পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার (বাংলাদেশি ১ কোটি ৬১ লাখ টাকা)। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ী দল পাবে ৩১১৫৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭ লাখ ২২ হাজার টাকা। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য বরাদ্দ ছিল ১৭ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি ২০ লাখ ৯০ হাজার টাকা)।
 
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে  ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। একই মাঠে রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।  

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৬ অক্টোবর। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় হবে দুই সেমিফাইনাল। দুবাইয়ে ফাইনাল হবে ২০ অক্টোবর। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’