হোম > খেলা > ক্রিকেট

সেমিতে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে কিউইরা 

প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার ম্যাচ হেরে এখন শেষ চারে ওঠাই কঠিন হয়ে যায় কিউইদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই কিউইদের। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুর আবহাওয়ার যা অবস্থা, তাতে এই ম্যাচে বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। এমনকি ম্যাচটি বাতিলও হয়ে যেতে পারে। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে দুটি দলই আজ তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের একাদশে ইশ সোধির পরিবর্তে এসেছেন লকি ফার্গুসন। ফার্গুসনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচীন রবীন্দ্র। আর লঙ্কানদের একাদশ থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা। এসেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। করুণারত্নের সঙ্গে পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার। আর স্পিন আক্রমণে মাহিশ তিকশানার সঙ্গে থাকছেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা।

শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে। একই সঙ্গে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে।

নিউজিল্যান্ডের একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি। 

শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু