হোম > খেলা > ক্রিকেট

যে তিনজনকে বাদ দেওয়ার পরামর্শ স্টোকসকে দিলেন বয়কট

হেডিংলি টেস্ট জিতে অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর আশায় ইংল্যান্ড। ১৯ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্ট জিতলে ২-২ ব্যবধানে সমতায় ফিরবে স্বাগতিকেরা। তার জন্য ম্যানচেস্টারে কোমর বেধে নামতে চায় তারা। 

ম্যানচেস্টার টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে উপদেশ দিয়েছেন স্যার জিওফ্রে বয়কট। এই সাবেক ইংলিশ ওপেনার জানিয়েছেন, একাদশে তিন পরিবর্তন আনতে। বাদ দিতে বলেছেন উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো, পেসার ওলি রবিনসন ও বোলিং অলরাউন্ডার মঈন আলীকে। 

টেলিগ্রাফের এক কলামে এই তিনজনকে ম্যানচেস্টার টেস্টের একাদশে দেখতে চান না জানিয়েছেন বয়কট। তিনি লিখেছেন, ‘যখন জনি সেরা ফর্মে থাকে তখন ইংল্যান্ডের জন্য বেশ ভালো। কিন্তু এই মুহূর্তে তাকে বাদ দেওয়া দরকার। তাকে প্রেশার কুকারের বাইরে রাখা উচিত।’ 

বাকি দুজনকে বাদ দেওয়ার যুক্তি বয়কট দিয়েছেন এভাবে, ‘মঈন দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের উত্তার থেকে দূরে ছিল। তার স্পিনিং আঙুলেও চোট পেয়েছে। এখন তার সেরা বল করাটা অসম্ভব। তার ব্যাটিংও কেমন সব সময় অগোছালো, ভালো দেখায় না।’ 

বয়কট রবিনসনের পরিবর্তে ম্যানচেস্টার টেস্টের একাদশে অ্যান্ডারসনকে বোলিং আক্রমণে দেখতে চান। তিনি লিখেছেন, ‘হেডিংলিতে মার্ক উড, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড সুন্দর বোলিং করেছেন হেডিংলিতে এবং আরেকটি টেস্টের জন্য আরও ৯ দিন সময় পাচ্ছে তারা। ওলি রবিনসনের জায়গায় সতেজ হয়ে জিমি অ্যান্ডরসনের আক্রমণে ফেরা দরকার।’ 

হেডিংলির লিডসে অ্যাশেজের তৃতীয় টেস্টের একাদশে বেশ পরিবর্তন আনেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অভিজ্ঞ পেসার অ্যান্ডারসনকে বাইরে রেখে জায়গা দেন মার্ক উড ও ক্রিস ওকসকে। এই দুজনই তাদের তৃতীয় টেস্ট জয়ের নায়ক।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা