দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আর খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। মাথায় আঘাত পাওয়ায় দিল্লি টেস্টে আর মাঠে নামবেন না ওয়ার্নার।
‘কনকাশন’ সমস্যায় পড়ে দিল্লি টেস্টে ওয়ার্নারের আর খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারের না খেলার তথ্য আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ওয়ার্নারের ‘কনকাশন বদলি’ হিসেবে নামানো হয়েছে ম্যাট রেনশকে।
ওয়ার্নার দুর্ঘটনার শিকার হয়েছিলেন দিল্লি টেস্টের প্রথম দিনেই। গতকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের দশম ওভারে বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ। ওভারের শেষ বলে সিরাজকে পুল করতে গিয়েছিলেন ওয়ার্নার। বল তাঁর ব্যাট ছুঁয়ে হেলমেটের গ্রিল ও বাঁ পাশের চোয়ালে আঘাত হানে। মাথায় ও কনুইয়ে মারাত্মক আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না ওয়ার্নার। নাগপুরে প্রথম টেস্টে করেছিলেন ১ ও ১০ রান। আর দিল্লিতে প্রথম ইনিংসে ব্যাটিং করে ১৫ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।