হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন না ওয়ার্নার 

দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আর খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। মাথায় আঘাত পাওয়ায় দিল্লি টেস্টে আর মাঠে নামবেন না ওয়ার্নার।

‘কনকাশন’ সমস্যায় পড়ে দিল্লি টেস্টে ওয়ার্নারের আর খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারের না খেলার তথ্য আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ওয়ার্নারের ‘কনকাশন বদলি’ হিসেবে নামানো হয়েছে ম্যাট রেনশকে।

ওয়ার্নার দুর্ঘটনার শিকার হয়েছিলেন দিল্লি টেস্টের প্রথম দিনেই। গতকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের দশম ওভারে বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ। ওভারের শেষ বলে সিরাজকে পুল করতে গিয়েছিলেন ওয়ার্নার। বল তাঁর ব্যাট ছুঁয়ে হেলমেটের গ্রিল ও বাঁ পাশের চোয়ালে আঘাত হানে। মাথায় ও কনুইয়ে মারাত্মক আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না ওয়ার্নার। নাগপুরে প্রথম টেস্টে করেছিলেন ১ ও ১০ রান। আর দিল্লিতে প্রথম ইনিংসে ব্যাটিং করে ১৫ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড