হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ বিসিবিতে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ানডে অধিনায়কত্ব থেকে গত বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। কোমরের চোট থেকে সেরে না ওঠায় তামিমের নিয়মিত খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। দলের স্বার্থের কথা ভেবে তাই অধিনায়কত্ব দীর্ঘায়িত করেননি তিনি। 

অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার দুই দিনের মাথায় আজ বিসিবিতে এসেছেন তামিম। জানা গেছে, মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছেন তিনি। লন্ডন থেকে ইনজেকশন নিয়ে আসার পর আপাতত বিশ্রামে আছেন তিনি। ৭-১০ দিনের বিশ্রামে থাকার পর তামিমের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। মেডিকেল টিমের সঙ্গে এসব নিয়েই আলাপ করে এর মধ্যে বিসিবি ছেড়ে গেছেন তামিম। 

ছাড়ার আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছেন তামিম। কোমরের চোটে এশিয়া কাপ পর্যন্ত খেলার বাইরে থাকতে হবে তাঁকে। ফিরবেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এর মধ্যে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। 

ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হয়েছে। আগামী পরশু থেকে স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা। আজ অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গা গরমের ফুটবল খেলে কাটিয়েছেন প্রাথমিক ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। ফুটবল শেষে জিমে সেশনও করেছেন তাঁরা।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ