হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯ রান

বৃষ্টি নামার আগে তাসকিন আহমেদের তোপ সামলাতে হিমশিম খেতে হয়েছিল আফগানিস্তানকে। ৭.২ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন।

তবে বৃষ্টির কারণে ঘণ্টাখানেক অপেক্ষার পর ১৭ ওভারে নেমে আসা ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছে আফগানরা। ষষ্ঠ উইকেটে করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ে ২৯ বলে ৪২ রানের জুটিতে ৭ উইকেটে ১১৬ রান করেছে তারা। ২১ বলে ২৫ রান করা আজমতউল্লাহকে নিজের দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজুর রহমান। আর শেষ উইকেট হিসেবে তাসকিনের বলে শেষ উইকেট হিসেবে ফেরা জানাত ১৫ বলে করেন ২০ রান।

সিলেটে টসে জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন তাসকিন। রহমানউল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। তাসকিনের শর্ট লেংথ থেকে একটু লাফিয়ে ওঠা বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি গুরবাজ। বল উঠে যায় খাড়া ওপরে। নিজের বলে নিজেই ক্যাঁচ ধরে গুরবাজকে ফেরান তাসকিন।

এরপর হজরতউল্লাহ জাজাইকেও ড্রেসিরুমের পথ দেখান তাসকিন। অফ ষ্ট্যাম্পের বাইরের গুড লেংথ থেকে লাফিয়ে ওঠা বল জাজাই খেলবেন না ছাড়বেন এই ভাবতে ভাবতে ব্যাটে খোঁচা লাগান। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ নিতে ভুল করেননি। ১৬ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের হাল ধরার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি।

আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭ ওভারে ১১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১.৩ ওভারে ২১ রান করেছে বাংলাদেশ।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড