হোম > খেলা > ক্রিকেট

সাইমন্ডসের মৃত্যুর খবরে হৃদয় ভেঙেছে গিলক্রিস্টদের

ক্রিকেট ক্যারিয়ারে একাধিকবার প্রতিপক্ষকে চমকে দিয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস। এবার চমকে দিলেন সবাইকে। কিছু বুঝে ওঠার আগেই যেন ছবি হয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা অলরাউন্ডার।  ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাইমন্ডস এতটাই ছাপ রেখেছিলেন যে তাঁর মৃত্যুসংবাদ মুহূর্তেই নাড়িয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্বকে।

সাবেক থেকে বর্তমান ক্রিকেটার কেউই মানতে পারছেন না সাইমন্ডসের এই অকালপ্রয়াণ। সতীর্থরা যেন এখনো একটা ঘোরের মধ্যে আছেন, কেউ বিশ্বাস করতে পারছেন না সাইমন্ডস আর নেই। অ্যাডাম গিলক্রিস্ট টুইটে লিখেছেন, ‘এটা সত্যিই বেদনাদায়ক, শান্তিতে থাকো রয়।’ সাবেক অধিনায়ক মার্ক টেলর বলছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য আরেকটি মর্মান্তিক দিন।’ গিলির মতো হৃদয় ভেঙেছে বেভানেরও, ‘হৃদয়বিদারক। অস্ট্রেলিয়ার ক্রিকেট আরেক নায়ককে হারাল। আমি হতবাক, ২০০৩ বিশ্বকাপে আমরা একসঙ্গে খেলেছি। সে একটা বিস্ময়কর প্রতিভা।’

এই খবর শুনে বিধ্বস্ত আরেক সতীর্থ জেসন গিলেস্পিও, ‘ঘুম থেকে উঠেই ভয়ংকর সংবাদ। বিধ্বস্ত হয়ে গেছি। আমরা সবাই তোমাকে অনেক মিস করব বন্ধু।’ ডেমিয়েন ফ্লেমিং লিখেছেন, ‘রয় আশপাশে থাকলে আনন্দে সময় কাটত। সাইমন্ডসের প্রতি সমবেদনা।’

সাইমন্ডসের মৃত্যুসংবাদ ছুঁয়ে গেছে ২০০৮ সালে বিতর্কে জড়ানো হরভজন সিংকেও। সাবেক ভারতীয় স্পিনার টুইটে লিখেছেন, ‘সাইমন্ডসের মৃত্যুতে আমি হতভম্ব।  খুব তাড়াতাড়ি চলে গেল। ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।’ আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘এখানে (ভারতে) ঘুম থেকে উঠেই এই মর্মান্তিক খবর জেনেছি। শান্তিতে থেকো বন্ধু।’ পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের মৃত্যুর খবর জেনে আমি বিধ্বস্ত। মাঠ ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক।  পরিবারের জন্য সমবেদনা।’

এই সম্পর্কিত পড়ুন:

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল