হোম > খেলা > ক্রিকেট

লঙ্কায় স্পিন ভেলকিতে সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কায় স্পিন জাদু দেখিয়েই যাচ্ছেন তাইজুল ইসলাম। গল থেকে কলম্বো—লঙ্কানরা রানের বন্যা বইয়ে দিলেও তাইজুল উইকেট পাচ্ছেন নিয়মিত। স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

কলম্বোতে গতকাল লাহিরু উদারার উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এখানেই থেমে থাকেননি। আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তিনি নিয়েছেন পাথুম নিশাংকা ও ধনাঞ্জয়া ডি সিলভার গুরুত্বপূর্ণ দুটি উইকেট। লাঞ্চের পর থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে তাইজুল ছুঁয়ে ফেলেন সাকিবকে। বিদেশের মাঠে টেস্টে এই নিয়ে এখন পর্যন্ত পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে এই তালিকায় তাইজুল, সাকিব যৌথভাবে শীর্ষে। বিদেশের মাঠে সাকিবও টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।

বাংলাদেশিদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিব-তাইজুলের পরে আছেন আরও দুই স্পিনার। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ রফিক—দুজনই দেশের বাইরে টেস্টে তিনবার করে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ ও রবিউল ইসলামের বিদেশে দুই বার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।

সাকিবকে একটি রেকর্ডে ছুঁলেও তাঁর আরেকটি রেকর্ড ভাঙতে একটু দূরেই আছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ১৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব। এই তালিকায় দুইয়ে থাকা তাইজুল ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৭ বার। যেভাবে ছন্দে আছেন তাইজুল, তাতে হয়তো সাকিবের এই রেকর্ডও ভেঙে যেতে পারে।

সাকিব আল হাসানের রেকর্ড ভাঙতে বেশি দূরে নেই তাইজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

আসিথা ফার্নান্দোকে ফিরিয়েই কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ইতি টেনেছেন তাইজুল। ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৪২.৫ ওভারে ১৩১ রান খরচ করে তাইজুল নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ৪ ওভার মেডেন দিয়েছেন। নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে একমাত্র কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো ১৬১ রানে পিছিয়ে।

আরও পড়ুন:

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার