হোম > খেলা > ক্রিকেট

হাসল নাজমুলের ব্যাট, হাসল বাংলাদেশ

সবুজ উইকেটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা ।  প্রথম দিনে চ্যালেঞ্জ উতরে ভালোভাবেই জবাব দিচ্ছিলেন তামিম ইকবাল। দারুণ খেলতে থাকা বাংলাদেশি ওপেনার  আশা জাগিয়েও সেঞ্চুরি মিস করেছেন। তবে তামিমের ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শান্তর সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০২।

সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ । দলীয় ৮ রানে ডাক মেরে আউট হন ওপেনার সাইফ হাসান। বিশ্ব ফার্নাদোর বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার। শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। শুরুর ধাক্কা সামলে তামিম-শান্তর ব্যাটে  ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটিতে যোগ করেন ১৪৪ রান। 

এরপরের গল্পটা শান্ত-মুমিনুলের। গল্পের পার্শ্বচরিত্র যদি মুমিনুল হয়, নায়ক নিঃসন্দেহে নাজমুল । ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের  বিপক্ষে সাদা লাল দুই বলেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন । এর আগের ৬ টেস্টের ১১ ইনিংসে ফিফটি পেয়েছিলেন মাত্র একটি। অবশেষে নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন পাল্লেকেল্লে টেস্ট। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১২৬ রানে। ৬৪ রানে অপরাজিত অধিনায়ক মুমিনুল হক।

সেঞ্চুরি পেতে পারতেন তামিম ইকবালও। শুরু থেকেই  সামনের পায়ে দারুণ খেলছিলেন বাংলাদেশ ওপেনার । তামিমের মতো বাংলাদেশ দলের স্কোরও পাল্লা দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। দলীয় ১৫২ রানে বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে লাহিরু থিরিমান্নে ধরা পড়েন তামিম। অফ স্ট্যাম্পের বাইরে বলটা খেলতে  না পারার খেসারত দিতে হয়েছে সেঞ্চুরি হাতছাড়া করে । ১০১ বলে  ১৫ চারে ৯০ করে ফিরেছেন তামিম।  শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন