হোম > খেলা > ক্রিকেট

‘আমি আসলেই একজন বোরিং মানুষ’

ক্রীড়া ডেস্ক    

ক্যারিয়ারের একশোতম টেস্ট খেলছেন মুশফিক। ছবি: বিসিবি

কোনো তর্ক ছাড়াই বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মনে করা হয় মুশফিকুর রহিমকে। নিয়ম মেনে প্রতিদিন অনুশীলনে হাজির হন এই উইকেটরক্ষক ব্যাটার। একই কাজ করে যাচ্ছেন ক্যারিয়ারের শুরু থেকেই। তাতে অবশ্য কোনো ক্লান্তি নেই তাঁর। এজন্য নিজেকে বোরিং মনে করেন মুশফিক।

২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ২০ বছর পর শততম টেস্ট খেলতে নামেন এই অভিজ্ঞ ক্রিকেটার। গত দুই দশক ধরেই মাঠে এবং মাঠের বাইরে চলছে তাঁর সংগ্রাম। দীর্ঘ ক্যারিয়ারে অনেক বাজে সময় পার করতে হয়েছে তাঁকে। তাই বলে হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দিয়ে বারবার ছন্দে ফিরেছেন মুশফিক, দেশের জন্য তাঁর ব্যাট চলেছে একই তালে।

শততম টেস্ট খেলতে নেমে এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মুশফিক। বিশেষ এই ম্যাচটিকে সেঞ্চুরিতে রাঙিয়েছেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে প্যাভিলিয়নের পথ ধরার আগে ১০৬ রানের ইনিংস উপহার দেন সাবেক এই অধিনায়ক। ইতিহাসের ১১ তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

দিনের খেলা শেষে মুশফিক বলেন, ‘আমি আসলেই একজন বোরিং মানুষ। প্র্যাক্টিসের কথা যদি বলেন, আমি প্রত্যেক দিন একই কাজ করি। বয়স যা–ই হোক না কেন, আমি একই কাজ করে যেতে পারি। এটা আমার এবং দলের জন্য দরকারি। প্রফেশনালিজমে আমার কাছে কোনোকিছু ছাড় নেই। সফলতা আমার হাতে নেই। প্রচেষ্টা, সততা আমার হাতে আছে। আমি সব সময় এই নীতিতেই চলি। এটা শুধু ক্রিকেটের জন্য না, সবকিছুতেই।’

বাকিদের মতো মুশফিকও দলের জন্য দারুণ কিছু করতে মুখিয়ে থাকেন। প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে তাই নিজেকে প্রস্তুত করে নেন তিনি, ‘আমি এটা অনুভূত করেছি যে (শততম টেস্টে মাঠে নামার আগে), আমি প্রথম ম্যাচ খেলতে নেমেছি। এটা নিয়ে আমি উত্তেজিত ছিলাম। প্রতিটি টেস্টই আমার জন্য স্পেশাল। প্রতিটি টেস্টে নামার আগে আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করি।’

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার