হোম > খেলা > ক্রিকেট

১৪ বছর পর বার্সেলোনা ছাড়লেন অধিনায়ক সের্হি রবের্তো

লম্বা সময়ের সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবা চলে গেছেন আগেই। ক্যাম্প ন্যুয়ে এখন লামিনে ইয়ামাল, পেদ্রি, গাবিদের মতো তারুণ্যের জয়জয়কার। তাঁদের ভিড়েও টিকে ছিলেন সের্হি রবের্তো। বুসকেতস চলে যাওয়ার পর কাতালান জায়ান্টদের নেতৃত্বও পেয়েছিলেন। এবার বার্সায় শেষ হচ্ছে রবের্তো অধ্যায়ও। 

গতকাল ৩২ বছর বয়সী মিডফিল্ডারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। লা লিগার ক্লাবটির বিবৃতি, ‘৩৭৩ ম্যাচ, ২৫ ট্রফি ও একটি অবিস্মরণীয় গোলের পর—যে ফুটবলার ১৪ বছর বয়সে লা মাসিয়ায় এসেছিলেন, তিনি ক্লাব ছাড়ছেন।’ 

২০০৬ সালে ১৪ বছর বয়সে লা মাসিয়ায় এসেছিলেন রবের্তো। ৪ বছর পর বার্সার মূল দলের হয়ে অভিষেক হয় তাঁর। এরপর কাতালান জায়ান্টদের হয়ে ১৪ বছর কাটিয়েছেন। গত জুনে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় রবের্তোর। ক্লাব ছাড়লেও ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো কিছু জানাননি তিনি। 

২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে শেষ ষোলোয় বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক ছিলেন রবের্তো। সেবার প্যারিসে প্রথম লেগে ৪-০ গোলে হারের পর বিদায় ঘণ্টা প্রায় বেজেই গিয়েছিল বার্সার। তবে ফিরতি লেগে ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে শেষ আটে উঠে তারা। সেই ম্যাচে যোগ করা পঞ্চম মিনিটে কাতালান জায়ান্টদের জয়সূচক গোলটি করেন রবের্তো। 

বার্সার জার্সিতে ১৯ গোল করেছেন রবার্তো। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ ও সাতটি লা লিগা। এই ভার্সেটাইল স্প্যানিশ তারকা মিডফিল্ডার হলেও সাম্প্রতিক মৌসুমগুলোতে খেলেছেন রাইট ব্যাক হিসেবে। দলের প্রয়োজনে যেকোনো জায়গাতেও খেলতে পারতেন। রবের্তোর চলে যাওয়ায় একপ্রকার শেষই হয়ে গেল বার্সায় মেসিদের প্রজন্ম। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান চলে গেলে পুরোপুরি সেই প্রজন্মের আর কেউ অবশিষ্ট থাকবে না ক্যাম্প ন্যুয়ে।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল