হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

আগামীকাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে গতকাল দুবাইয়ে অনুশীলনে তৈরি হচ্ছে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের চার সদস্য—তানজিম, তাসকিন, মোস্তাফিজ ও রানা। ছবি: বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।

মরুর দেশ আরব আমিরাতে এখনো স্বভাবসিদ্ধ প্রচণ্ড গরম পড়েনি। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় অনুশীলনের জন্য বেশ সহনীয় পরিবেশ পেয়েছে দল।

কাল দুবাইয়ে নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও জাকের আলী। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা। স্পিন বোলিংয়ে মিরাজ ও নাসুমরাও নিজের প্রস্তুতি নিয়েছেন।

একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়েছে। সূত্রের খবর, আজও অনুশীলন করবেন শান্তরা। আগামীকাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম হাসান বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আজ (গতকাল) অনুশীলন করার পর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ (কাল) থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত সম্ভব ধারণা নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটাররা ভুগছে, সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে জিম এরপর ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছি। খুব ভালো লাগছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক