করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বেশ কিছুদিন আগে তাঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। এ জন্য সাম্প্রতিক সময়ে মিরপুরের কার্যালয়েও আসননি।
গতকাল শুক্রবার করোনাভাইরাসের নমুনা টেস্ট করান আকরাম। রাতেই ফলাফল পজিটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে আছেন, তবে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন আকরাম।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন বিসিবির প্রধান পিস কিউরেটর গামিনি ডি সিলভা।