বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজর জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংলিশদের স্কোয়াডে রয়েছে দুই চমক। আগামী মার্চে বাংলাদেশ সফরের জন্য ডাক পেয়েছেন সমারসেট ব্যাটার টম আবেল ও লিস্টারশায়ারের লেগ-স্পিনার রেহান আহমেদ।
২৮ বছর বয়সী আবেলের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। রেহান এবারই প্রথম সাদা বলের ক্রিকেটে ডাক পেলেন। এর আগে গত ডিসেম্বরের টেস্ট অভিষেক হয় ১৮ বছর বয়সী এই স্পিনারের।
পিঠের চোট কাটিয়ে ৯ মাস পর ইংল্যান্ড দলে ফিরেছেন ল্যাঙ্কাশায়ার পেসার সাকিব মাহমুদ। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য বাংলাদেশ সফরে নেই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড।