ক্রিকেটে কত বিচিত্র ঘটনাই ঘটে থাকে। তেমনি এক বিচিত্র ঘটনায় অন্য সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের ব্যাটাররা।
এ বছর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি মুমিনুল হক-মাহমুদুল হাসান জয়দের দখলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন (ডাক মেরেছেন)। ২০২২ সালে এ নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে ৩০টি ডাকের দেখা পেল বাংলাদেশ।
শুধু কি তাই? বিশ্বের সব টেস্ট খেলোয়াড়দের মধ্যে এ বছর সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া শীর্ষ তিন ব্যাটারই বাংলাদেশের—খালেদ আহমেদ (৬ বার), মাহমুদুল হাসান জয় (৪ বার), মুমিনুল হক (৪ বার)। অ্যান্টিগায় আজ তিনজনই মেরেছেন ডাক।