হোম > খেলা > ক্রিকেট

টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান 

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। টস জিতলে ফিল্ডিং করতে চেয়েছিল আফগানরাও। এবারের এশিয়া কাপে টস জিতলেই আগে-পিছে না ভেবে ফিল্ডিং বেছে নিচ্ছে দলগুলো। পাকিস্তানও সেটার ব্যতিক্রম করেনি।

ভারতের বিপক্ষে ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। দুই পরিবর্তন নিয়ে নামছে আফগানরা। এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। সুপার ফোরে ভারতের বিপক্ষে জয়ে নিজেদের কাজটা সেরে রেখেছেন বাবররা। অন্যদিকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে আফগানিস্তান। আজ পাকিস্তানের কাছে হারলে ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়বে তারা।

শুধু আফগানরা নয়, আফগানদের হারে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়বে ভারতও। এর মধ্যে সুপার ফোরে নিজেদের দুই ম্যাচেই হেরেছে তারা। আজ পাকিস্তান জিতলে সুপার ফোরের বাকি দুই ম্যাচ আনুষ্ঠানিকতায় রূপ নেবে। পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনালের মঞ্চটা আগেভাগে তৈরি হয়ে যাবে। 

পাকিস্তান একাদশ: 
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, আসিফ আলী, খুশদিল শাহ, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসনাইন। 

আফগানিস্তান একাদশ: 
মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাযরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, ফজলহক ফারুকী, ফারিদ আহমেদ, মুজিবর রহমান।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’