হোম > খেলা > ক্রিকেট

‘অভিনন্দন মুশফিক, চালিয়ে যা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা হয়েছে আগেই। বাংলাদেশ দলের অনুশীলনও চলছে বেশ জোরেশোরে। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তরুণ পেসার মুশফিক হাসান অবশ্য গত কদিনের অনুশীলনে ছিলেন না। আজ প্রথমবার বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেছেন মুশফিক।

দলের সঙ্গে অনুশীলন না করলেও আজ মাঠে ছিলেন চোটে আফগান টেস্টের দলে না থাকা সাকিব আল হাসান। সাকিব রানিং করেছেন একা একা। রানিংয়ের ফাঁকে প্রথমবার দলে ডাক পাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়েছেন। মুশফিককে সামনে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন সাকিব। অনুশীলন শেষেই সংবাদমাধ্যমে মুশফিক নিজেই এ কথা জানিয়েছেন।

অনুশীলনে সাকিবের সঙ্গে কথা হওয়া নিয়ে এক প্রশ্নে মুশফিক বলেছেন, ‘সাকিব ভাই বলেছেন, ‘‘অভিনন্দন মুশফিক। চালিয়ে যা।”’ এবার ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গে মোহামেডানে খেলেছেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সহায়তা করছেন। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিতেন, এটা করো, ওটা করো। যেটাই জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’

ঘরোয়া ক্রিকেটের গত মৌসুমে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুশফিক। সম্প্রতি সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলেছেন। ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে খেলার পার্থক্য জানিয়ে তিনি বলেছেন, ‘পার্থক্য বলতে আমি প্রথম শ্রেণি, এনসিএল, বিসিএল যেভাবে খেলেছিলাম, সেখানেও (এ দলের হয়ে) ওভাবে খেলেছি। যদি আমি জাতীয় দলে সুযোগ পাই একইভাবে খেলব।’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের