হোম > খেলা > ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে নাসুমের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গায়ানায় প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ছয় ব্যাটার আর পাঁচ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। 

আজ ওয়ানডে অভিষেক হচ্ছে নাসুম আহমেদ। তবে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। যে সংস্করণে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফিরেছিলেন বিজয়, সেই সংস্করণেই তাঁকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

বৃষ্টির কারণে খেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা পর। প্রথম বল মাঠে গড়াবে রাত ৯টা ৪৫ মিনিটে। খেলা হবে ৪১ ওভারের। 

ওয়েস্ট ইন্ডিজে এবারের সফরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। টেস্টে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। 

তবে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের চেয়ে ওয়ানডেতে তুলনামূলক ধারাবাহিক বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলও সে কথাই বলছে। তামিম ইকবালের দলের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি হতে পারে ওয়েস্ট ইন্ডিজে ২০১৮ সালে সর্বশেষ সফরে ওয়ানডে সিরিজ জয়। তা ছাড়া এই সংস্করণে নিজেদের সর্বশেষ চারটি সিরিজও জিতেছে বাংলাদেশ। 

তবে বৃষ্টির বাগড়া সঙ্গে নিয়ে ওয়ানডে সিরিজের আগেও খুব বেশি প্রস্তুতির সুযোগ পায়নি বাংলাদেশ। এ নিয়ে হতাশার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। 
হতাশার মাঝেও কিছুটা উজ্জ্বল সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। মুশফিকুর রহিমও হজ করতে যাওয়ায় ছুটিতে আছেন। সব মিলিয়ে ১৬ বছর বছর সাকিব-মুশফিককে ছাড়া কোনো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: 

তামিম (অধিনায়ক), লিটন, শান্ত, মাহমুদউল্লাহ, সোহান, আফিফ, মিরাজ, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ ও নাসুম।

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ