হোম > খেলা > ক্রিকেট

রুদ্ধশ্বাস লড়াইয়ে রংপুরকে হারিয়ে দিল হ্যাম্পশায়ার

ক্রীড়া ডেস্ক    

মূল ম্যাচে ১৩৩ রানের লক্ষ্য পূরণ করতে পারেনি রংপুর রাইডার্স। সুপার ওভারে রংপুরকে হারিয়ে ম্যাচ জিতে নিল হ্যাম্পশায়ার। ছবি: এএফপি

সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে।

সুপার ওভারে কোনো ম্যাচ গড়ালেই তো বোঝা যায়, সেটি কত হাড্ডাহাড্ডি হয়েছে। তবে রংপুর-হ্যাম্পশায়ার মূল ম্যাচে আহামরি কোনো স্কোর হয়নি। আসল লড়াই হয়েছে সুপার ওভারে। এখানে রংপুর এক ওভারে ১ উইকেটে করে ১২ রান।

১৩ রান তাড়া করতে নেমে সুপার ওভারের প্রথম বলেই ছক্কা মারেন হ্যাম্পশায়ারের জেমস ফুলার। পরের বলে রংপুরের পেসার জ্যাক চ্যাপেল কট এন্ড বোল্ড করেন ফুলারকে। সুপার ওভারের তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেয় হ্যাম্পশায়ার। ২ বলে ৫ রান-এমন সমীকরণ যখন সামনে, তখন ছক্কা মেরে হ্যাম্পশায়ারকে জয় এনে দেন লিয়াম ডসন। রুদ্ধশ্বাস এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান মাসুদ। মূল ম্যাচে ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৬ রান। হ্যাম্পশায়ারের ইনিংসে এটাই সর্বোচ্চ রান।

এর আগে ১৩৩ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা করেন রংপুরের দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার। পঞ্চম ওভারের তৃতীয় বলে টেলরকে ফিরিয়ে ঝড় থামান ড্যানি ব্রিগস। ১২ বলে ২টি করে চার ও ছক্কায় ২০ রান করেন টেলর। রংপুরের স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ১ উইকেটে ৪৬ রান। উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারিয়ে ফেলে রংপুর। ১ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই দলটি হয়ে যায় ৩ উইকেটে ৫৬ রান। যেখানে ষষ্ঠ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ডসন নিয়েছেন সৌম্য ও আফিফ হোসেন ধ্রুবর উইকেট।

৪ ওভার বোলিং করে ২৩ রানে ১ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: এএফপি

বেকায়দায় পড়া রংপুর নুরুল হাসান সোহান ও ওয়েইন ম্যাডসেনের ব্যাটিংয়ে ধাক্কা সামলেছে ঠিকই। তবে সোহান-ম্যাডসেনের জুটি টি-টোয়েন্টি সুলভ ছিল না। চতুর্থ উইকেটে তাঁদের (সোহান-ম্যাডসেন) জুটি থেকে এসেছে ৪০ বলে ৩৩ রান।১৩তম ওভারের তৃতীয় বলে সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন ফুলার। ২৩ বলে সোহান করেন ২৪ রান।

সেহানের বিদায়ে ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৯ রানে পরিণত হয় রংপুর। পঞ্চম উইকেট জুটিতে এরপর খুশদিল শাহ ও ম্যাডসেন যোগ করেন ২৭ বলে ৩১ রান। ২০ বলে ২৫ রান করে খুশদিলের রানআউটে ভাঙে এই জুটি। রংপুরের ইনিংসে নামে আরেক দফা ধস। ৪ উইকেটে ১২০ রান থেকে ৮ উইকেটে ১২৮ রানে পরিণত হয় দলটি। শেষ তিন বলে যখন ৫ রান দরকার, তখন ব্যাটিংয়ে নামেন রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রিশাদ ২ রান নিলে ম্যাচটি টাই হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায় রংপুরের ইনিংস।

রংপুরের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হ্যাম্পশায়ার অধিনায়ক ক্রিস উড। নির্ধারিত ২০ ওভারে হ্যাম্পশায়ার ১৩২ রানে অলআউট হয়েছে। রংপুরের চ্যাপেল ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ এই পেসার বোলিং করেছেন ৪ ওভার। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট নিয়েছেন চ্যাপেল। হারমিত সিং নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন রিশাদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৩ ও ২২ রান খরচ করেন রিশাদ ও সাইফউদ্দিন। দুই বোলারই ৪ ওভার করে বোলিং করেন।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট