হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ পোলার্ড

কাইরন পোলার্ডের কোচ হওয়ার সংবাদটি গতকালই জানা গিয়েছিল। ২০২৪ বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে কোচিং প্যানেলে যুক্ত করতে চায় ইংল্যান্ড। আজ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পোলার্ডকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ হবে। সেখানকার কন্ডিশন কাজে লাগাতেই পোলার্ডকে কোচিং স্টাফে যোগ করেছে ইংল্যান্ড। আগামী বিশ্বকাপে জস বাটলারদের শিরোপা ধরে রাখার পরামর্শ দেবেন এই সংস্করণে ২০১২ বিশ্বকাপজয়ী তারকা।

সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার টুর্নামেন্টেও আয়োজক দল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসিকে কোচিং স্টাফে যুক্ত করেছিল ইংল্যান্ড। এবার পোলার্ডের কাছে সেই সুবিধা নিতে যাচ্ছে ইংল্যান্ড। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসর নিলেও এখনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন পোলার্ড। ক্যারিবিয়ানদের হয়ে ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১২ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। আর এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শীর্ষে আছেন ত্রিনিদাদে জন্ম নেওয়া এই ক্রিকেটার। 

গত বছর আইপিএলে শেষে অবসর নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে কোচিংও শুরু করেছেন পোলার্ড। এবার প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হচ্ছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। ক্যারিবিয়ান ক্রিকেটারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে ইসিবি বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘সহকারী কোচ হিসেবে পোলার্ড ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেবেন। স্থানীয় কন্ডিশন সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ দেবেন।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে