হোম > খেলা > ক্রিকেট

বাবর-রিজওয়ান জুটিতে যত রেকর্ড

এবারের বিশ্বকাপের শুরুতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটি জমছিল না। বাবর তো রানখরায় ভুগছিলেনই, এমনকি রিজওয়ানের ব্যাটিংও ছিল না টি-টোয়েন্টি-সুলভ। পাকিস্তানের এ দুই ওপেনারকে নিয়ে হচ্ছিল প্রচণ্ড সমালোচনাও। আর সমালোচনার জবাব দিতেই তাঁরা বেছে নিলেন সেমিফাইনালের মতো মঞ্চকে। সিডনিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে গড়েছেন ১০৫ রানের উদ্বোধনী জুটি, যা এবারের বিশ্বকাপে প্রথম এবং একমাত্র শতরানের উদ্বোধনী জুটি।

বাবর-রিজওয়ানের এই ১০৫ রানের জুটিতে ওলটপালট হয়েছে রেকর্ড-বইয়ের পাতা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের অনেক রেকর্ডে শতরানের এই জুটি যোগ করেছে অনন্য মাত্রা। চলুন দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো—

বিশ্বকাপে সর্বোচ্চসংখ্যক সেঞ্চুরি উদ্বোধনী জুটি: এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো শতরানের উদ্বোধনী জুটি গড়লেন বাবর-রিজওয়ান। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৫৫.১৮ গড়ে ৬০৭ রান করেছেন দুজনে। দ্বিতীয় সর্বোচ্চ ২টি করে শতরানের উদ্বোধনী জুটির রেকর্ড আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন এবং ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন—অস্ট্রেলিয়ার এই দুই উদ্বোধনী জুটিই বিশ্বকাপে দুবার করে শতরান পেরিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ জুটি: টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে পাকিস্তানের এটাই প্রথম শতরানের জুটি। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ডটি গড়েছিলেন আহমেদ শেহজাদ ও ফখর জামান। ২০১৮ সালে অকল্যান্ডে ফখর-শেহজাদ করেছিলেন ৯৪ রানের জুটি। এই জুটিও এসেছিল ওপেনিংয়ে।

আড়াই হাজার রান পেরিয়ে বাবর-রিজওয়ান: এই ম্যাচে ১০৫ রানের জুটি গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে ২৫০০ রান পেরোলেন বাবর-রিজওয়ান। পাকিস্তানের এই জুটি ৫১ ম্যাচে ৫১.২০ গড়ে করেছেন ২৫০৯ রান। এই জুটি সেঞ্চুরি পেরিয়েছেন ৯ বার। দ্বিতীয় সর্বোচ্চ লোকেশ রাহুল-রোহিত শর্মা জুটি বেঁধে করেছেন ১৮৮৮ রান। ভারতীয় এ দুই ব্যাটার শতরানের জুটি পেরিয়েছেন পাঁচবার।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি