হোম > খেলা > ক্রিকেট

জোড়া ফিফটিতে ছুটছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ৯৮ রানের জুটিতে সেই চাপ সামলে ওঠে স্বাগতিকেরা। দুজনেই তুলে নেন ফিফটি। তবে ৭১ বলে ৫৩ রানের কার্যকরী এক ইনিংস খেলে রান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন শান্ত। ৮৪ বলে ৬৭ রান করে অবিচল মুশফিক। তাঁর সঙ্গে ১১ রানে ব্যাটিং করছেন সাকিব আল হাসান। এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান। 

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচেও হতাশ করল বাংলাদেশের ওপেনিং জুটি। লিটন দাস ও তামিম ইকবালের জুটি থেকে আসল ১ রান! রানের খাতা খোলার আগেই জস বাটলারকে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও লিটনকে শিকার বানালেন স্যাম কারান। এই ইংলিশ পেসার খেলছেন দুই ম্যাচে, আর লিটনও দুবার আউট হলেন নামের পাশে রানসংখ্যা লেখানোর আগেই। 

তৃতীয় ওয়ানডেতে ৬ বলে ১১ রান করে আউট হয়েছেন তামিমও। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ৩৫ রান। এই সিরিজে প্রথম ওয়ানডেতেই সর্বোচ্চ ৩৩ রানের ওপেনিং জুটি পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে লিটন করেছিলেন ৭ রান আর তামিমের ব্যাট থেকে আসে ২৩ রান। 

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি