হোম > খেলা > ক্রিকেট

ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান লিটন

ভারতের বিপক্ষে টানা দুটি শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। তবে লিটন দাসের লক্ষ্য এখন আরও বড়। ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান বাংলাদেশ অধিনায়ক।

লিটন এই সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন মূলত তামিম ইকবালের অনুপস্থিতিতে। চোটে পড়ে তামিম এই ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন। যার ফলে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্বভার ওঠে লিটনের কাঁধে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ওয়ানডে সিরিজ জিতে তাঁর স্বপ্নপূরণ হয়েছে। এখন তার লক্ষ্য চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে। বাংলাদেশের অধিনায়ক বলেন,‘খুবই ভালো লাগছে। অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। আমরা এখন চট্টগ্রামে ম্যাচ জিততে যাচ্ছি।’

মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। মিরাজ-রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করেন লিটন। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল, ২৪০ অনেক স্কোর হবে। আমরা ছয় উইকেট হারিয়েছি কিন্তু মিরাজ এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে, সত্যিই অসাধারণ।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ