হোম > খেলা > ক্রিকেট

বাবর উঠলেন শীর্ষে, কোহলি নামলেন নিচে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক এর মধ্যেই চার ম্যাচে করে ফেলেছেন তিন ফিফটি। আর সেটিই তাঁকে নিয়ে গেছে ব্যাটারদের টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

আজ আইসিসি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে, যেখানে ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালানকে পেছনে ফেলে ১ নম্বরে উঠেছেন বাবর।

ভারতের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের পর আফগানিস্তান (৫১) এবং নামিবিয়ার বিপক্ষেও (৭০) ফিফটি করেন বাবর। দলকে সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। আর তাতেই ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শীর্ষে উঠেছেন এই ব্যাটার। ২৭ বছর বয়সী বাবর ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও সবার ওপরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক।

বাবরের বর্তমান পয়েন্ট ৮৩৪, যা ডেভিড মালানের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি। মালান গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন। বাবরের শীর্ষে ওঠার দিন এক ধাপ পিছিয়েছেন বিরাট কোহলি। ৭১৪ পয়েন্ট নিয়ে ভারতীয় অধিনায়কের অবস্থান এখন পাঁচে।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক এবং ইংল্যান্ডের বিপক্ষেও তিন উইকেট শিকারের পর তাবরেজ শামসিকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন লঙ্কান এই অলরাউন্ডার। র‍্যাঙ্কিংয়ের প্রথম চারজনই লেগ স্পিনার।

অন্যদিকে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। দুজনের পয়েন্টই এখন–২৭১। নবীর সুযোগ আছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিবকে পেছনে ফেলার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হাসারাঙ্গা অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও আছেন ৪ নম্বরে। 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা