আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে সম্প্রতি। আজ ফাইনালে কারা জিততে পারে, সাবেকদের সেই ভবিষ্যদ্বাণী দেখে নিন।
শোয়েব আখতার, পাকিস্তানের সাবেক পেসার
সম্ভাবনার কথা বললে আমি ভারতকে ৭০-৩০ ব্যবধানে এগিয়ে রাখব। তোমাদের (নিউজিল্যান্ডকে) ভুলে যেতে হবে, তোমরা ভারতের বিপক্ষে খেলছ এবং অপেক্ষাকৃত দুর্বল দল। স্যান্টনারের সেই বিশ্বাস আছে, আমি তা দেখেছি। অধিনায়ক হিসেবে সে শিরোপা জিততে চায়। কেবল সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে।
রবি শাস্ত্রী, ভারতের সাবেক অধিনায়ক
যদি কোনো দল ভারতকে হারাতে পারে তাহলে সেটা নিউজিল্যান্ড। ভারত ফেবারিট কিন্তু খুব সামান্য ব্যবধানে। বর্তমান ফর্মের ভিত্তিতে বললে কোহলি-উইলিয়ামসন গেম চেঞ্জার হতে পারে। তারা যখন ছন্দে থাকে এবং প্রথম ১০ রান পাওয়ার পর ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়, হোক সেটা কোহলি কিংবা উইলিয়ামসন।
নাসের হুসেইন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
তারা (নিউজিল্যান্ড) চোক করবে না, ভেঙে পড়বে না। অ্যারন ফিঞ্চের সঙ্গে সেদিন ডিনার করছিলাম আমরা। সে খুব ভালোভাবেই বুঝিয়েছে নিউজিল্যান্ড নিজেদের বিপদে ফেলার মতো দল নয়। এর মানে হলো মাঠে তারা ভালো পারফরম্যান্স দেবে। নিউজিল্যান্ডের লাইনআপে খুবই দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা প্রতিটি ম্যাচে জ্বলে ওঠে এবং নিজেদের সেরাটা দিয়ে থাকে। এ কারণেই সব সময় সেমিফাইনাল ও ফাইনালে দেখা যায় তাদের।
হরভজন সিং, সাবেক ভারতীয় ক্রিকেটার
আমরা সবাই চাই, ট্রফি ঘরে আনুক ভারত। আমার মনে হয়, ভারত চার স্পিনার নিয়ে খেলবে এবং একাদশে কোনো বদল আসবে না। আশা করি, ফলও একইভাবে ভারতের পক্ষে আসবে।