হোম > খেলা > ক্রিকেট

নেতৃত্ব ছাড়া টি-টোয়েন্টি দলে কোহলির ভূমিকা জানালেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপের পর নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক কোহলিবিহীন ভারতের টি-টোয়েন্টি দলের মিশন শুরু হচ্ছে আগামীকাল। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে রোহিত যুগে প্রবেশ করছে ভারত।

টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামে থাকছেন কোহলি। দলে ফিরলে কি ভূমিকা নেবেন তিনি? এই প্রশ্ন উঠছে চারদিক থেকে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্নটার মুখোমুখি হতে হলো নতুন অধিনায়ক রোহিতকে। 

রোহিত জানালেন, ‘ও (কোহলি) দলের জন্য যেটা করত, সেটাই করবে। সে দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। আগে ব্যাট করলে এক রকম, পরে বল করলে আরেক রকম। কোহলি যখন ফিরবে, তখন ওর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। সে যে মাপের ব্যাটার তা দলকে আরও শক্তিশালী করবে।’ 

বিশ্বকাপ ভালো যায়নি ভারতের। শিরোপা আশা নিয়ে গিয়ে ফিরতে হয়েছে সুপার টুয়েলভ থেকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারতে হয়েছে পাকিস্তানের কাছে। দলের এই ভরাডুবিতে কোহলি-রোহিতদের সমালোচনা হচ্ছে বেশ জোরেশোরে। তবে একটি বিশ্বকাপ শেষ হতেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে এক বছরেরও কম সময়ের ব্যবধানে। 

বর্তমান দলটাকে সেভাবে তৈরি হওয়ার কথা বলছেন রোহিত। তিনি বলেন, ‘আমাদের ভালো ভাবে তৈরি হতে হবে। আমরা আইসিসি প্রতিযোগিতা জিততে পারিনি ঠিক, কিন্তু দল হিসেবে ভালো খেলে আসছি। কিছু ভুল হয়েছে। সেটা সব দলেরই হয়। নিজেদের সেরাটা বের করে আনতে হবে। নিজেদের একটা ধরন দাঁড় করাতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক