হোম > খেলা > ক্রিকেট

ভারত একতরফা সিদ্ধান্ত নিয়েছে, বলছে পিসিবি

২০২৩ এশিয়া কাপ শুরু হতে এখনো অনেক দেরী। কিন্তু এই ইস্যুতে এখনই মুখোমুখি দাঁড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ পরবর্তী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর বিসিসিআইয়ের চাওয়া, টুর্নামেন্টটি হোক নিরপেক্ষ ভেন্যুতে। প্রতিক্রিয়ায় পিসিবি বলছে, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত একতরফা।

মুম্বাইয়ে গতকাল হয়েছে বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সভা। সেই সভা শেষে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, তারা পাকিস্তানে যাবেন না। ২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছেন তিনি। জয় শাহ’র এ কথার পরিপ্রেক্ষিতেই পিসিবি বলেছে, ‘জনাব শাহের এশিয়া কাপের ভেন্যু বদলানোর বিবৃতি পুরোপুরি একতরফা। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দর্শন এবং চিন্তা চেতনার পরিপন্থী।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। পিসিবির মতে, জয়ের এই বক্তব্য আগামী বিশ্বকাপ তো বটেই, পরবর্তী চক্রে ভারতে আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তান দলের খেলতে যাওয়ার  ব্যাপারে প্রভাব ফেলতে পারে। পিসিবির বক্তব্য, ‘এমন বক্তব্য এশিয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করে ফেলেছে। ২০২৩ বিশ্বকাপে এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে পাকিস্তানের খেলতে যাওয়ায় প্রভাব ফেলতে পারে।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা