হোম > খেলা > ক্রিকেট

ভারত একতরফা সিদ্ধান্ত নিয়েছে, বলছে পিসিবি

২০২৩ এশিয়া কাপ শুরু হতে এখনো অনেক দেরী। কিন্তু এই ইস্যুতে এখনই মুখোমুখি দাঁড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ পরবর্তী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর বিসিসিআইয়ের চাওয়া, টুর্নামেন্টটি হোক নিরপেক্ষ ভেন্যুতে। প্রতিক্রিয়ায় পিসিবি বলছে, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত একতরফা।

মুম্বাইয়ে গতকাল হয়েছে বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সভা। সেই সভা শেষে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, তারা পাকিস্তানে যাবেন না। ২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছেন তিনি। জয় শাহ’র এ কথার পরিপ্রেক্ষিতেই পিসিবি বলেছে, ‘জনাব শাহের এশিয়া কাপের ভেন্যু বদলানোর বিবৃতি পুরোপুরি একতরফা। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দর্শন এবং চিন্তা চেতনার পরিপন্থী।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। পিসিবির মতে, জয়ের এই বক্তব্য আগামী বিশ্বকাপ তো বটেই, পরবর্তী চক্রে ভারতে আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তান দলের খেলতে যাওয়ার  ব্যাপারে প্রভাব ফেলতে পারে। পিসিবির বক্তব্য, ‘এমন বক্তব্য এশিয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করে ফেলেছে। ২০২৩ বিশ্বকাপে এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে পাকিস্তানের খেলতে যাওয়ায় প্রভাব ফেলতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক