হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সোহান, বিশ্রামে মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন ধরেই দেশের ক্রিকেটে আলোচনায় ছিল টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব। ব্যক্তিগত পারফরম্যান্স ও দলীয় সাফল্য না আসায় অবশেষে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদাউল্লাহকে। তাঁর জায়গায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

আজ বিকেলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বিশ্রামের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। এরপর নতুন অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সোহান বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম অধিনায়ক। 

জালাল ইউনুস বলেছেন, ‘টেস্ট আর টি-টোয়েন্টি আমরা ধারাবাহিকভাবে খুব একটা পারফর্ম করতে পারছি না। যেহেতু সামনে একটা সিরিজ আছে, এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কদিন ধরে আলোচনা করে সবার প্রতি সম্মান রেখে আমরা আজকে ওকে ডেকে নিয়েছি এবং টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। ওর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার আমরা একটা নতুন দল জিম্বাবুয়েতে পাঠাতে চাচ্ছি। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও আছে। এ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি।’

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল