হোম > খেলা > ক্রিকেট

ভারতকে সেমিফাইনালে যেতে যা করতে হবে

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে বাকি দুটি ম্যাচ। শুধু জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে আরও কিছু সমীকরণের দিকে। 

গ্রুপ-২ থেকে চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে আরেকটি দল যাবে সেমিফাইনালে, যেখানে সম্ভাবনা আছে প্রথম দুই ম্যাচে হারা ভারতেরও। শেষ চারে যেতে হলে ভারতকে তাদের বাকি দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ম্যাচের দিকেও। কারণ তাদেরও বাকি আছে দুটি ম্যাচ। 

সেই দুটি ম্যাচে যদি নিউজিল্যান্ডও জিতে যায়, তবে কপাল পুড়বে ভারতের। কারণ দুই দলেরই তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট যেখানে ৪, ভারতের ২। দুই দলই তাই দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৮, ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন দুই ম্যাচ জিতলেও ভারতের আর সুযোগ থাকবে না। তবে যদি নিউজিল্যান্ড একটি ম্যাচে হারে, তবে ভারতের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। তখন আসবে রানরেটের হিসাব।

এদিকে গ্রুপের আরেক দল আফগানিস্তানের একটি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচে আফগানরা যদি নিউজিল্যান্ডকে কমপক্ষে ৯ রানে হারাতে পারে। আর নিউজিল্যান্ড তাদের আরেক ম্যাচে নামিবিয়াকে কমপক্ষে ৮৪ রানের কম ব্যবধানে হারায়, পাশাপাশি ভারত যদি তাদের বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারে, তবে শেষ চারে যেতে পারবে রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’