হোম > খেলা > ক্রিকেট

ভারতকে সেমিফাইনালে যেতে যা করতে হবে

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে বাকি দুটি ম্যাচ। শুধু জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে আরও কিছু সমীকরণের দিকে। 

গ্রুপ-২ থেকে চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে আরেকটি দল যাবে সেমিফাইনালে, যেখানে সম্ভাবনা আছে প্রথম দুই ম্যাচে হারা ভারতেরও। শেষ চারে যেতে হলে ভারতকে তাদের বাকি দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ম্যাচের দিকেও। কারণ তাদেরও বাকি আছে দুটি ম্যাচ। 

সেই দুটি ম্যাচে যদি নিউজিল্যান্ডও জিতে যায়, তবে কপাল পুড়বে ভারতের। কারণ দুই দলেরই তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট যেখানে ৪, ভারতের ২। দুই দলই তাই দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৮, ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন দুই ম্যাচ জিতলেও ভারতের আর সুযোগ থাকবে না। তবে যদি নিউজিল্যান্ড একটি ম্যাচে হারে, তবে ভারতের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। তখন আসবে রানরেটের হিসাব।

এদিকে গ্রুপের আরেক দল আফগানিস্তানের একটি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচে আফগানরা যদি নিউজিল্যান্ডকে কমপক্ষে ৯ রানে হারাতে পারে। আর নিউজিল্যান্ড তাদের আরেক ম্যাচে নামিবিয়াকে কমপক্ষে ৮৪ রানের কম ব্যবধানে হারায়, পাশাপাশি ভারত যদি তাদের বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারে, তবে শেষ চারে যেতে পারবে রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’

সেঞ্চুরিতে পন্টিংয়ের পাশে এখন রুট, কত দূরে শচীন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি

সিলেটকে উড়িয়ে রাজশাহীকে পেছনে ফেলল চট্টগ্রাম

আলোকস্বল্পতা-বৃষ্টি বাগড়ায় সিডনিতে অর্ধেক খেলার পরই শেষ, ইংল্যান্ডের কী অবস্থা