হোম > খেলা > ক্রিকেট

রোহিত-কোহলিদের ‘চিন্তা’ এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে

পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইংল্যান্ড! 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন ঠিক এখানেই আলাদা। আইসিসির সহযোগী দেশ ও র‍্যাঙ্কিংয়ে তুলনামূলক পেছনের দলগুলো নিংড়ে দিচ্ছে নিজেদের। 
আজ নিউইয়র্কে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে যার কারণে একটু সমীহ করতেই হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের। বাবর আজমদের হারানোর পরই আরেক জায়ান্ট ভারতের জন্য ছক তৈরি শুরু করেছে যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল তো বলেই রাখলেন, ‘বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলা এবং তাদের পরাজিত করা অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল। আমাদের দৃষ্টি এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না।’ 

যেকোনো সংস্করণে এটিই ভারত-যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। নিজেদের চেনা কন্ডিশনে ভারতের সামনে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ‘মিনি ভারতই’! যুক্ত দলের আট ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। অধিনায়ক মোনাঙ্ক, পেসার সৌরভ নেত্রভালাকার, অলরাউন্ডার হারমীত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেলদের জন্ম ভারতেই। তাঁরাই আজ স্বদেশি রোহিত শর্মাদের বিপক্ষে লড়বেন। 

ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৬ রানে। বল হাতে জসপ্রীত বুমরা পার করছেন সেরা সময়। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং রয়েছেন ছন্দে। কিছুটা চিন্তা অবশ্য ব্যাটিং অর্ডারে। রোহিত-ঋষভ রান করলেও বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ছন্দে নেই। দুবের জায়গায় এই ম্যাচে ফিরতে পারেন সঞ্জু স্যামসন।

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ