হোম > খেলা > ক্রিকেট

ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

পূর্ণাঙ্গ সফরে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আফগানদের বিপক্ষে মিরপুর টেস্ট সামনে রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।  

চোটে পড়ে তাসকিন সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে, ভারতের বিপক্ষে। সাকিব আল হাসান চোটে পড়ায় টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।  

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পেয়েছেন দিপু-মুশফিক দুজনই। সর্বশেষ মৌসুমে ২০ ম্যাচে ১২৬৫ করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার দিপু। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করে বিশেষ নজর করেছেন ২০২০ যুব বিশ্বকাপজয়ী দিপু।  গত বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিক হাসানের। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার। এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিন বার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ছিলেন দিপু ও মুশফিক। 
 
বাংলাদেশ টেস্ট দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনে ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা