হোম > খেলা > ক্রিকেট

উইলিয়ামসের সেঞ্চুরি, আফগানদের দিন কাটল দৌড়র ওপর

ক্রীড়া ডেস্ক    

সারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।

প্রথমবার জিম্বাবুয়েতে টেস্ট খেলছে আফগানিস্তান। সেটিও বক্সিং ডে’তে। তার জন্য দর্শকদের টিকিট ফ্রিতেই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দর্শকদেরও নিরাশ করেননি জিম্বাবুয়েনরা। সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করতেও সময় লাগেনি তাদের।

ইনিংসের ১০ম ওভারে ওপেনার-উইকেটরক্ষক জয়লর্ড গাম্বিকে (৯) হারালেও পুরো দিন আফগানদের দৌড়ের ওপর রাখে জিম্বাবুয়ের ব্যাটাররা। অভিষেক টেস্ট ফিফটি পেয়েছেন দুই ইংলিশ অলরাউন্ডার টম কারান ও স্যাম কারানের ভাই ওপেনার বেন কারান (৬৮)।

তবে চার রানের আক্ষেপ নিয়ে ফেরেন তাকুদজওয়ানাশে কাইতানো (৪৬)। এরপরই উইলিয়ামসের ব্যাটিং প্রদর্শনী। তৃতীয় সেশনে অধিনায়ক ক্রেইগ আরভিনকে (৫৬) নিয়ে করেন ১৪৭ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন দুজনে। উইলিয়ামস ১৬১ বলে করেছেন ১৪৫ রান। আফগানিস্তানের হয়ে দিনের সেরা বোলার স্পিনার আল্লাহ গজনফর (২/৮৩)।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ